AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে: বিএনপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৩ পিএম, ১৩ মার্চ, ২০২৫
রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে: বিএনপি

রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ তৈরি করা হচ্ছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা।

তাদের মতে, সংস্কার ইস্যুতে আলোচনা চলবে, তবে এর মধ্যেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা জরুরি। বৃহস্পতিবার ঢাকায় পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন।

রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠান আয়োজন করে। এতে যোগ দেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরা।

ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্যসহ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা।

এতে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ, বিএনপি নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশকে গড়ে তোলার জন্য এরকমই তো থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি। কিন্তু কৃত্রিমভাবে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে। এই জিনিসটা ঠিক না। তাহলে ৫ আগস্ট যে আমাদের আন্দোলন, আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে।’

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার, আলাপ আলোচনা আবার প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমরা রোডম্যাপ চাই।’

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এমন একটি বিষয়ে মতানৈক্য না করি। সকল সমস্যার সমাধান ঐ জাতীয় সংসদে স্পীকারের সভাপতিত্বে হবে।’

ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত তিন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!