ফিলিস্তিনে চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসরায়েলি পণ্য বর্জনের প্রতীকী বার্তা দিতে কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে দেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
এই কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা হাত উঁচিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বক্তব্যে আমিনুল হক বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ইসরায়েলি পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর নিন্দা জানাই এবং প্রতিরোধে ফিলিস্তিনের পাশে আছি। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য আমরা বর্জন করব।”
অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি সরকারের প্রতি “শিগগিরই নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা” করার দাবিও জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :