লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ্ আবু তাহের। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইউরোপ সফর শেষে জামায়াতের দুই শীর্ষ নেতা লন্ডনে পৌঁছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশে ফিরে যান। সাক্ষাৎকালে তারেক রহমানও উপস্থিত ছিলেন।
তবে এই সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
মারুফ কামাল খান তার স্ট্যাটাসে লিখেছেন—
“দুই ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বোঝা যাবে সময়ের পরিক্রমায়।”
তিনি আরও জানান, বেগম জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তিনি লন্ডনে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তবে সেই সাক্ষাৎ সম্পর্কেও বিস্তারিত কিছু প্রকাশ পায়নি।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :