রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,বৈঠকে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
বিএনপি জানিয়েছে, তারা ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ নিয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,“রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও বহুদিন ধরে এ বিষয়ে কাজ করছে।কমিশনের সঙ্গে এ নিয়ে আলোচনাও হচ্ছে।আশা করছি, আজকের বৈঠক ফলপ্রসূ হবে।”
একুশে সংবাদ/ই.কি/এ.জে
আপনার মতামত লিখুন :