দেশে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে শান্তিপূর্ণ আলোচনাকেই একমাত্র পথ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে কাকরাইলে শ্রমিক দলের আয়োজিত এক স্মরণ সভায় তিনি বলেন, “সমস্যার সমাধান সংঘাত নয়, বরং আলোচনার টেবিলে বসেই হতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর উচিত ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসা।”
এ সময় বিএনপি মহাসচিব প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজকে হত্যার নিন্দা জানান। তিনি জানান, পারভেজের মতো ত্যাগী নেতাকে যারা হত্যা করেছে, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না।
বিভাজন সৃষ্টিকারীরা দেশের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সভায়, প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :