বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না এবং অতীতের অন্যায়-জুলুমের প্রতিক্রিয়ায় জুলুম করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগীয় সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিএনপির রাজনীতির উদ্দেশ্য প্রতিহিংসা নয়, বরং দেশ ও দেশের মানুষের কল্যাণ। বিগত সরকার যা করেছে, আমরা তা করতে চাই না। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না।”
তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের কাছে যদি আমরা আমাদের পরিকল্পনা ও উদ্দেশ্য ঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সব প্রতিপক্ষের মুখোমুখি হওয়া যাবে।”
তারেক রহমান আরও বলেন, “আজ বিএনপির প্রধান কাজ হলো জনগণকে ঐক্যবদ্ধ করা। দেশের মানুষের জন্য কিছু করতে হলে সেটা বিএনপিই পারবে—এই আস্থা ধরে রাখতে হবে।”
তিনি অভিযোগ করেন, “একটা অদৃশ্য প্রতিপক্ষ আছে, যারা এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।”
তিনি সকল নেতাকর্মীকে আহ্বান জানান, “দেশ গঠনের লক্ষ্যে ৩১ দফার পক্ষে জনমত তৈরি করুন এবং জনগণকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করুন।”
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :