বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।” তিনি বলেন, “গণহত্যার দায়ে যারা জড়িত, তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরে দলীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, “এদেশের জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও নিরপেক্ষ প্রশাসন গঠন করতে হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “এখন সময় রাষ্ট্রকে নতুন ভিত্তিতে গড়ার। দুর্নীতি, বিচারহীনতা, দলীয়করণ—এই ব্যাধিগুলো উপড়ে ফেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে। এরপরই কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তারা ন্যায়ের বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে একাত্মতা প্রকাশ করেন।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :