বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর আলহাজ্ব মাহমাদুর রশিদ মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের আহবানে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে (ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ’ন।)
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সিলেট শহরে মিরাবাজার এলাকার আগপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে তুহিন রশীদ, মাসুদ রশীদ, তাহের রশীদ ও তাজেক রশীদ এবং নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন ইউকে বিডি পরিবার এর পক্ষ থেকে একযুক্ত শোকবার্তায় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর আলহাজ্ব মাহমাদুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাভিভূত পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, মাহমাদুর রশীদ ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে নিবেদিতপ্রান একজন সমাজ সেবক হিসেবে সুপরিচিত ছিলেন। ছিলেন সমাজ হিতৈষী, পরোপকারী আপাদমস্তক ভদ্রলোক, বহু সংগঠন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য যুক্তরাজ্য থেকে তহবিল সংগ্রহে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে তিনি হার্ট ফাউন্ডেশনের পারমানেন্ট ডোনার মেম্বার এবং নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান হিসাবে ২০১৩ সাল থেকে জড়িত ছিলেন। হার্ট ফাউন্ডেশনের হাসপাতালের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় কতি হয়েছে বলে উল্লেখ করে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।*
একুশে সংবাদ.কম/ম.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :