"জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (১৪ জানুয়ারি) ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফে এক আলোচনা সভা ও "বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করায় এক আনন্দ সভা ও মিষ্টি মুখ এর আয়োজন করা হয়েছে।
ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায়, অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, কাউন্সিলর সালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, কাওসার হোসেন, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ ,ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, ও ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউকে ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ প্রথমেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করায় প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।
ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, "অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ ১০ জানুয়ারী রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন বলে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জানিয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা স্মার্ট সোসাইটি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি মানণীয় প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও এমপিদেরকে অভিনন্দন জানিয়েছেন।
ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মালিক প্রধানমন্ত্রীর সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন ‘জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই মাহেন্দ্রক্ষণে আসুন আমরা প্রতিজ্ঞা করি- ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখবো। সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে কার্যকরি ভূমিকা রাখব।
একুশে সংবাদ/ম.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :