দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে সন্ত্রাসের গুলিতে শামসুল ইসলাম নামে এক প্রবাসি বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে শামসুল আলমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চার-পাঁচ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে ভিতরে ঢুকে তার মাথায় ও বুকে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে শামসুল আলমের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিহতের ভগ্নিপতি মো.কিরন মিয়া এমন তথ্য জানান।
এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।
নিহত শামসুল আলম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার (৯নং মির ওয়ারিশপুর) মির আলিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহত শামসুল আলমের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান ভগ্নিপতি মো. কিরন মিয়া।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :