আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ) প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪আগস্ট) সন্ধ্যা ৬টায় জোহানেজবার্গের ফোডসবার্গের স্ট্যাটাস রেষ্টুরেন্টে "আল্লামা সাঈদী ফাউন্ডেশন দক্ষিণ আফ্রিকা" আয়োজন করেন।
আল্লামা সাঈদী ফাউন্ডেশন দক্ষিণ আফ্রিকার আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলী আকবর পরিচালনা ও আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জমিয়াতুল উলামা দক্ষিণ আফ্রিকার সেক্রেটারী জেনারেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইব্রাহীম আইবাম।
বিশ্ববিখ্যাত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর সুযোগ্য সন্তান শামীম বিন সাঈদী সভায় ভিডিও প্রজেক্টরে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন দক্ষিণ আফ্রিকা`র প্রধান উপদেষ্টা মো. মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র সাবেক কেন্দ্রীয় সভাপতি মেসবাহ উদ্দিন ফারুক, ইখওয়ানুল মুসলিম ব্রাদাসের লিডার আহম্মেদ বারী, ইজিপশিয়ান কমিনিটি নেতা আহম্মেদ জামিল, সোমালিয়া এসোসিয়েশন কমিউনিটি নেতৃবৃন্দ, আল্লামা সাঈদী ফাউন্ডেশন দক্ষিণ আফ্রিকা`র সমন্বয়ক ইব্রাহীম আহমেদ, ইকসা প্রেসিডেন্ট নাদিম আহমেদ, জোহানেজবার্গের প্রেসিডেন্ট হারুন আব্বাসী, বীরমুক্তিযোদ্ধ মেহরাজ মিয়া,দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা মুমিনুল হক মুমিন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রচার সম্পাদক হাফেজ মুন্সি আবুল হাসান অপু, আল্লামা সাঈদী ফাউন্ডেশন দক্ষিণ আফ্রিকা`র অন্যতম সদস্য আব্দুল হান্নান কাজী, আব্দুল মনিম মুন্না, মেসবাহ উদ্দিন, আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন, সোয়াজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইমাম রিয়াদ, দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম তরুণ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আলী বাবুল, ফোরামের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমানত উল্ল্যাহ ফারুক, কেন্কেন্দ্রীয় যুব ও ক্রিড়া সম্পাদক ও ঘাউটেং প্রভিন্স সেক্রেটারী শরীফ উদ্দিন, ঘাউটেং অর্থ সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, সাবেক অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, আবু নাঈম, আব্দুর রাকিব, নাসির উদ্দিন, শাহেদ মাহমুদ, রবিউল আউয়াল, মো. আশরাফ প্রমুখ ।
এছাড়া সার্বিক সহযোগিতা করেন, নিজাম উদ্দিন, মো. সোহেল, ইসমাইল হোসেন, মো. মহসিন, রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, ইমাম হোসেন সোহেল, হাছিবুর রহমান শিপন তালুকদার, রানা টিপু, দেলোয়ার হোসেন ফরহাদ, রুবেল আহমেদ, মো. মিলন আহমেদ, মতিউর রহমান আঃ মতিন, আবু বকর সিদ্দিক সাগর, হেদায়েত উল্ল্যাহ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, যমুনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ। এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরিশেষে শহীদ আল্লামা সাঈদী (রহঃ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদগণ ও আহতদের জন্য মাওলানা ইব্রাহীম আইবাম মোনাজাতের মাধ্যমে দোয়া করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :