AB Bank
ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"ওল্ডহাম শহরে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মত বিনিময় সভায়


Ekushey Sangbad
ইউকে প্রতিনিধি
১২:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে নর্থ ওয়েষ্ট রিজিওনে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে  ওল্ডহাম শহরের ওবিএ মিলোনিয়াম সেন্টারে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২২ শে সেপ্টেম্বর  দূপুর ২ ঘটিকায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবীন কমিউনিটি লিডার খোন্দকার আব্দুল মছব্বির এমবিইর সভাপতিত্বে  এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মীর গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ , প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট কমিউনিটি সংগঠক নাজমুল ইসলাম ,কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, ও সৈয়দ মুজিবুর রহমান ।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,মুজিবুর রহমান মুজিব, মুমিন খান ,মোহাম্মদ আলী সালিক ,এ বি রুনেল ,দেওয়ান মহসিন আহমেদ ,দবির আলী ,মদরিছ আলী ,মোহাম্মদ শিপার মিয়া,সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, শফিক মিয়া, হাজি জুয়েল মিয়া, প্রমুখ ।

সভায় অতিথি বক্তারা - গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গঠণের প্রেক্ষাপট তুলে ধরেন এবং নর্থ ওয়েষ্ট রিজিয়নের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ।সভায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় ।সভায় গৃহীত প্রস্তাবে,ঢাকাস্থ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সহ সকল বিমানবন্দরেপ্রবাসীদের হয়রানি বন্ধ করা,বাংলাদেশে ওসমানী বিমান বন্দরের নতুন টারমিনালের কাজ চার বছরে মাত্র বিশ শতাংশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কাজ সমাপ্ত করার আহ্বান জানানো হয় ।এছাড়া গৃহিত প্রস্তাবে ,বিমানের ভাড়া হ্রাস ,ওসমানী বিমান বন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু ,প্রবাসীদের বাংলাদেশী পাসপোর্টকে দেশে আইডি হিসাবে গ্রহণ ,পাওয়ার অব এটরনির বেলায় ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ,অতি সত্তর এনআইডি কার্ড প্রদানের দাবী জানানো হয় ।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, মুফাজ্জিল খান ,সৈয়দ মিজান ,সুহেল মিয়া ,গোলাম রব্বানী, হারুন মিয়া, আব্দুল মতিন ,,মুজিবুর রহমান ,শফিক মিয়া,মুসুরান রহমান, জি এম চৌধুরী নিক্সন ,মাওলানা নুরুল হক, খালেদ আহমদ, আফসার শামীম ,মইনুল চৌধুরী ময়নু ,সৈয়দ সুরুক মিয়া ,মানফর আলী, মাসুকুর রহমান সাচ্চু, মাকদ্দুস আলী, ফয়ছল রহমান ও আব্দুল মতিন সহ প্রমুখ ।

সভায় -নর্থ ইষ্ট রিজিয়নের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মরহুম গোলাম মোস্তফা চৌধুরী ,আলহাজ্ব মফচ্ছিল আলী ,বীর মুক্তিযোদ্ধা গোলাম নুরানী চৌধুরী হুমায়ুন ,হাসান চৌধুরী ,আলহাজ্ব মকসুদ আলী , হাফিজুর রহমান ,ও আব্দুস শহীদ সহ বিভিন্ন নেতাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় ।

মোনাজাত করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান ।

পরিশেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।

উক্ত সভায় ম্যানচেষ্টার ,রচডেল হাইড, লিভারপুল ,কার্ডিফ ,লন্ডন

ও পোটসসমাউথ থেকে নেতৃবৃন্দ যোগদান করেন ।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!