ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা SIAL ফুড ফেয়ার ২০২৪। বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও। প্যারিসে এবার SIAL ফুড ফেয়ারে প্রথমবারের মত বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে সিটি গ্রুপ।
মূলত এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও অধিক কোম্পানি অংশগ্রহণ করে থাকে যেখানে তারা তাদের পণ্য প্রদশর্ন করে থাকেন এবং বিশ্বের বিভিন্ন নামিদামি ক্রেতারাও এখানে ভীড় জমিয়ে থাকেন। এতে কোম্পানী গুলো সরাসরি ব্যাবসায়ীদের সাথে বিজনেস টু বিজনেস ডিল করার সুযোগ পেয়ে থাকে। এটি এবার অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যরিসের পার্ক দ্যু এক্সপোজিশন এ।
পাঁচ দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা আজ সকালে উদ্বোধন করেন ফরাসী কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে। এবারের SIAL ফুড ফেয়ারে সিটি গ্রুপ এর খাদ্যপণ্য নিয়ে প্যরিসের এ বিশাল SIAL ফুড ফেয়ারে অংশগ্রহণ করা কর্মকর্তারাদের মধ্যে রয়েছেন সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন, ফিন্যান্স এন্ড কমার্শিয়াল ডিরেক্টর তানভীর হায়দার পাভেল এবং হেড অফ এক্সপোর্ট অ্যান্ড ফিন্যান্স মেহেদী হাসান। তাদের সাথে কথা বলে জানা যায়, সিটি গ্রুপ এবার এই মেলায় প্রথমবারের মত অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। পণ্যের গুনগত মান নিশ্চিত করা ও সুচারু মার্কেটিং এর মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশ করা এবং ঘরে ঘরে সিটি গ্রুপের বেকারি পণ্য “কুইক বাইট” এর জনপ্রিয়তা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান।
মেলায় সিটি গ্রুপ এর কর্মকর্তারা আরো বলেন, তাদের পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারার সক্ষমতা অর্জন করেছে। তারা এবার কনফেকশনারি ও বেকারী পণ্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রদর্শন করছেন। পন্যের তালিকায় প্রদর্শিত হচ্ছে কুইক বাইট, তীর, বেঙ্গল, ও ক্যান্ডি ব্র্যান্ডের পণ্য সমূহ।
সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন বলেন, তারা খাদ্যের পুষ্টি মান বজায় রেখে অভিনব নতুনত্ব আনতে পেরেছেন। মেলায় ৩ লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে। তারা প্রত্যাশা করছেন এবার একটি সুন্দর আভিজ্ঞতা নিয়ে তারা এবারের মেলাটি শেষ করতে পারবেন।প্যারিসে অনুষ্ঠিত SIAL ফেয়ারে প্রথমবারের মত সিটি গ্রুপ
এন আই মাহমুদ --
ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা SIAL ফুড ফেয়ার ২০২৪। বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও। প্যারিসে এবার SIAL ফুড ফেয়ারে প্রথমবারের মত বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে সিটি গ্রুপ।
মূলত এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও অধিক কোম্পানি অংশগ্রহণ করে থাকে যেখানে তারা তাদের পণ্য প্রদশর্ন করে থাকেন এবং বিশ্বের বিভিন্ন নামিদামি ক্রেতারাও এখানে ভীড় জমিয়ে থাকেন। এতে কোম্পানী গুলো সরাসরি ব্যাবসায়ীদের সাথে বিজনেস টু বিজনেস ডিল করার সুযোগ পেয়ে থাকে। এটি এবার অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যরিসের পার্ক দ্যু এক্সপোজিশন এ।
পাঁচ দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা আজ সকালে উদ্বোধন করেন ফরাসী কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে। এবারের SIAL ফুড ফেয়ারে সিটি গ্রুপ এর খাদ্যপণ্য নিয়ে প্যরিসের এ বিশাল SIAL ফুড ফেয়ারে অংশগ্রহণ করা কর্মকর্তারাদের মধ্যে রয়েছেন সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন, ফিন্যান্স এন্ড কমার্শিয়াল ডিরেক্টর তানভীর হায়দার পাভেল এবং হেড অফ এক্সপোর্ট অ্যান্ড ফিন্যান্স মেহেদী হাসান। তাদের সাথে কথা বলে জানা যায়, সিটি গ্রুপ এবার এই মেলায় প্রথমবারের মত অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। পণ্যের গুনগত মান নিশ্চিত করা ও সুচারু মার্কেটিং এর মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশ করা এবং ঘরে ঘরে সিটি গ্রুপের বেকারি পণ্য “কুইক বাইট” এর জনপ্রিয়তা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান।
মেলায় সিটি গ্রুপ এর কর্মকর্তারা আরো বলেন, তাদের পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারার সক্ষমতা অর্জন করেছে। তারা এবার কনফেকশনারি ও বেকারী পণ্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রদর্শন করছেন। পন্যের তালিকায় প্রদর্শিত হচ্ছে কুইক বাইট, তীর, বেঙ্গল, ও ক্যান্ডি ব্র্যান্ডের পণ্য সমূহ।
সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন বলেন, তারা খাদ্যের পুষ্টি মান বজায় রেখে অভিনব নতুনত্ব আনতে পেরেছেন। মেলায় ৩ লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে। তারা প্রত্যাশা করছেন এবার একটি সুন্দর আভিজ্ঞতা নিয়ে তারা এবারের মেলাটি শেষ করতে পারবেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :