বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন ড, হাসনাত এম হোসেইন এমবিই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। পুরাপুরি রুগ মুক্তির জন্য গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে গত ১৪ ডিসেম্বর কার্ডিফ শাহজালাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব, রকিবুর রহমান ও অর্থ সচিব এ বি রুনেল ও অন্যান্য নেতৃবৃন্দসহ মুসল্লীয়ানরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান ও সংগঠন এর সাউথ ইষ্ট রিজিওনাল সিনিয়র যুগ্ম কনভেনার তাজুল ইসলাম গত ১৫ ই ডিসেম্বর হাসপাতালে ড, হাসনাত হোসেন এমবিইকে দেখতে গিয়ে উনার সাস্থ্যের খুজখবর নেওয়ার সময় তিনি যারা তাঁর জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডাক্তারদের কথা মতো তাঁকে আরো ও চার সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে তিনি জানান।
এসময় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর টেলিফোনে কথা বলার মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ডঃ হাসনাত এম হোসেইন এমবিইর সাস্থ্যের খুজখবর নিয়েছেন এবং উনার পুরাপুরি সুস্থতার জন্য সবাইকে আর ও বেশি বেশি করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :