দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ সাগর পাড়ে ঘুরতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আব্দুল আউয়াল সানি (৩৪) নামে ১ বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ বাংলাদেশি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ]
স্থানীয় বাংলাদেশি আবু নাঈম জানান, শুক্রবার জোহানেসবার্গ থেকে পোর্ট এলিজাবেথ শহরে বেড়াতে যান আব্দুল আউয়াল সানি, মামুনুর রশিদ, রাজু আহমেদ, মোঃ লিটন সহ পোর্ট এলিজাবেথ সাগর পাড়ে ঘুরতে যান। ঘুরাঘুরি শেষে শনিবার ১১ জানুয়ারী বিকেল সাড়ে ৫টার দিকে আশার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে আব্দুল আউয়াল নিহত হয়। গুরুতর আহত হয়েছে মামুনুর রশিদ, রাজু আহমেদ, মোঃ লিটন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
নিহত আব্দুল আউয়াল নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের সাগরদী বড় পাড়া গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে। দেশে তার ৩ ভাই ৩ বোন রয়েছে। সে প্রায় ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় আসেন। দেশে বিয়ে করে ৪ বছর পূর্বে বাংলাদেশি স্ত্রীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসেন। ঘাউটেং প্রভিন্সের লানেসিয়া শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার আড়াই বছর বয়সী ১ ছেলে রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে লানেসিয়া শহরে বসবাস করতেন এবং আহত মামুনুর রশিদ নোয়াখালী চৌমুহনী, রাজু আহমেদ ঢাকা মেহের পুরের বাসিন্দা। পুলিশ জানায়, গাড়ির স্পিড ছিল (প্রায় ১৮০ কি.মি.) স্বাভাবিক চেয়ে অনেক বেশি। শহরে প্রবেশ করার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :