দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া থেকে অপহৃত বাংলাদেশি নজরুল ইসলামকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১১ জানুয়ারি) প্রিটোরিয়ার পশ্চিমে প্রোক্লেমেশন হিল এলাকার নজরুল ইসলামকে তার নিজ দোকান থেকে চারজন ব্যক্তি অপহরণ করে। পরে পুলিশ অপহৃত নজরুল ইসলামকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। বৃহস্পতিবার ৬দিন পরে প্রিটোরিয়ার লোটার্স গার্ডেন এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
মুক্তিপণ ভাবত দেয়া ১ লক্ষ রেন্ড (বাংলার প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা) ব্যাংকের এটিএম বুথে তুলতে আসা অপহরনকারীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় পুলিশ একজন আসামীকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অপহরনকারীরা যে বাসায় নজরুলকে আটকে রেখে মাথায় আঘাত রক্তাত্ব করে মুক্তিপণ চেয়েছে, সেই বাসায় তল্লাশি চালিয়ে মুক্তিপণ চাওয়ার কাজে ব্যবহৃত প্রমানাদী মেলেছে। এছাড়া মোবাইল ও সিমকার্ড সহ অপহরণের কাজে ব্যবহৃত গাড়ি, অবৈধ ফায়ার আর্মস উদ্ধার করেছে পুলিশ।
মুক্তবাংলা ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রিটোরিয়ার লোটার্স গার্ডেন নামক এলাকা থেকে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী দলের এক কৃষ্ণাঙ্গ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী নজরুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, নজরুল ইসলাম যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক এই অপহরণের সাথে জড়িত থাকার কিছু আলামত পাওয়া গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :