যুক্তরাজ্য সাসেক্স আওয়ামী লীগ এর প্রয়াত সাধারণ সম্পাদক ও সিলেট এম সি বিশ্ব-বিদ্যালয় কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি শাহ্ মইজুর রহমান শামিম এর স্মরণে শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ব্রাইটন শহরের পাভেল রেস্টুরেন্টে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাসেক্স আওয়ামী লীগের সভাপতি ইমানুজ্জামান মহির ও সাসেক্স আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফরিদ আলীর যৌথ সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
প্রধান বক্তা ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ্ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সরওয়ার আহমদ।
দোয়া পরিচালনা করেন সাসেক্স আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আব্দুল কাইয়ূম। তার আগে শামীম এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথিসহ বক্তাগণ শাহ মুঈযূর রহমান শামীম এর মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে শোক জানান ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। মরহুম এর জীবন নিয়ে স্মৃতিচারণ করে অনেকেই আবেগ আপ্লুত হন। সাসেক্স আওয়ামী লীগে তার মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয় বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।
আরও উপস্থিত ছিলেন- সাসেক্স আওয়ামী লীগ এর সহ-সভাপতি বদরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সাংগঠনিক ও প্রচারণার দায়িত্বপ্রাপ্ত মোবারক হোসেন ভূইয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ্ মুক্তাদির মুক্তা, কোষাধ্যক্ষ ছুরত আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক খসরু মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আফরোজ উল্লাহ, প্রবীণ সদস্য ফারুক আহমদ ও সৈয়দ আজিজুল হক সাসেক্স যুবলীগের সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মুজিবুর চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক সালাম বক্স, গ্রেটার সাসেক্স যুবলীগের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, প্রচারণা বিষয়ক সম্পাদক আলী আকবরসহ স্থানীয় অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাসেক্স আওয়ামী লীগ এর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো যাচ্ছে।
এদিকে সাসেক্স আওয়ামী লীগ এর প্রয়াত সাধারণ সম্পাদক ও সিলেট এম সি বিশ্ব-বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মইজুর রহমান শামিম এর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারন সম্পাদক, এম.এ. মালিক এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, বৃটেনের কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, ও শিক্ষাবিদ, রাজনগর মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক প্রভাষক, রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি ইউ -কে র সভাপতি রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকার গয়াসপুর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সাসেক্স শাখার সাধারণ সম্পাদক, সিলেট এম সি বিশ্ব-বিদ্যালয় কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি, সজ্জন, বিনয়ী, পরোপকারী, একজন সাদা মনের মানুষ, শাহ্ মইজুর রহমান শামিম গত ২০ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় লন্ডন কিংস কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত দু`দিন পুর্বে তিনি এক মারাত্বক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিবিড় পর্যবেক্ষণ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ ডিসেম্বর ২০২৪ই, ইষ্ট লন্ডন মসজিদে মরহুম এর নামাজে জানাজা শেষে পশ্চিম লন্ডনের হেনল্ড এর পিস অব গার্ডেনে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ ও কবস্থানে উনার আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, এবং পরিচিত অনেক বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :