AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১০:৪৭ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে  এবং সিলেট ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবীতে  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অত‍্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও বিদেশী অন‍্যান‍্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবীতে ২৮  জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে‍‍`র সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব  লন্ডনের  হোয়াইট চ‍্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গলে এক সভার  আয়োজন করা হয়। 

সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী  হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং  সংগঠন এর  সদস্য সচিব সমাজসেবক মোঃ তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- গ্রেটার সিলেট এর  প্রেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা  ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম, ক‍্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী বক্তব্য রাখেন। 

সভায়  বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে  আর ও বক্তব‍্য রাখেন সীপার করিম, আব্দুল মালিক, মুজিবুর রহমান, খান জামাল নুরুল ইসলাম,আব্দুর রহিম রন্জু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রফি, দেলওয়ার হোসেন দুলু, মিসেস হেলেন ইসলাম, মিসবাহ আহমেদ, ইভা আহমেদ, শেখ নুরুল ইসলাম, মাহমুদুল হাসান এমদাদ, তৌরিছ মিয়া, কামরুল আই রাসেল, আনোয়ার খান, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, রাকিব রুহেল, আহমেদ সাদিক, আব্দুল মুকিত, আব্দুল বাছির, বদরুল হক মনসুর, ইকবাল আহমেদ, আলাউদ্দিন, মুক্তার আলী, কামরুল হোসেন, আবুল কালাম আজাদ, সাফি খান, আব্দুল আহাদ, সাব্বির আহমেদ, তাজরুল ইসলাম তাজ, ইসলাম উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, টিপু আহমেদ, সারুক মিয়া, পারভেজ আহমেদ, খালিস মিয়া ও আজাফ আলীসহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সভায় গৃহীত প্রস্তাবাবলী পাঠ করার পর উপস্থিত সবাই সম্মতিক্রমে তাহা সমথর্ন করে বক্তারা বলেন -বৃটিশ বাংলাদেশীদের পাসপোর্টের জন‍্য নো ভিসা ফি ৪৬ পাউণ্ড থেকে ৭০ পাউন্ডে  এক দিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে । দীর্ঘ ২২বছরেও ওসমানী বিমান বন্দর কেন পূর্ণাঙ্গ বিমান বন্দর হয়নি এবং কেন কাতার, আমিরাতসহ অন‍্যান‍্য এয়ার লাইন উঠানামা করেনা তা প্রবাসীরা জানতে চায় ।বক্তারা -বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবী জানান। তারা -ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইটের ব‍্যাপারে স্পষ্ট ঘোষণার দাবী জানান।

বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন -তাদের দাবী না মানলে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  যুবসংগঠক এস কে সালাম ও  বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর  প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী, ও মৌলভীবাজার কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট  এর ফাউন্ডার্স ট্রাষ্টি  সমাজকর্মী মোহাম্মদ কামাল  মনসুর এর  মৃত‍্যুতে ও উনাদের ইসালেহ সোওয়াব উপলক্ষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী।

পরিশেষে সভার সভাপতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে‍‍`র সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী  হারুনুর রশিদ আজকের সভা সফল করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করে সভার  সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!