AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০২:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের গুলিতে আবু ছালেক (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত আবু ছালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে।

বুধবার (৫ জানুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন আবু ছালেক। আশঙ্কাজনক অবস্থায় সিমুই সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু ছালেকের জানাযা এবং দাফন মোজাম্বিকের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। এসময় তার জানাযা নামাজে অংশ নিয়েছেন শতশত স্থানীয় প্রবাসী বাংলাদেশী।নিহত আবু ছালেকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মোঃ মোশাররফ হোসাইন।

তিনি বলেন, মরহুম আবু ছালেক ভাই অত্যান্ত নম্র-ভদ্র একজন ভালো মানুষ ছিলেন। ইসলামিক ফোরাম অব আফ্রিকা মোজাম্বিকের সিমুই প্রভিন্সের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে ব্যথা অনুভব করছি। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!