AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর জন্য মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০১:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর জন্য মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

সম্প্রতি মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত জাভেদ চৌধুরী শাহীন (৩১) এর মাগফেত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুরি) সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায়, স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক, মুক্তার হোসেন মুক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক হালিম ভুইয়া, করিম রানা, পিয়াস, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, এনায়েত হোসেন, আমির রায়হান ও সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মুন্না প্রমুখ।

এর আগে সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় প্রবাসী শাহীনের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান।একইসাথে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদানসহ তার পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী সকালে মালদ্বীপের হুলহুমালে-মালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের ট্রাফিক কর্নে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান জাভেদ চৌধুরী শাহীন।তখন হঠাৎ করে দ্রুতগামী অন্য একটি গাড়ি এসে পুনরায় ধাক্কা দিলে গুরুতর আঘাত পান তিনি।পরে স্থানীয়দের সহায়তায় দ্রুতই শাহীনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শাহীন ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বদুর গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে।মৃত্যুর ৪দিন পর কোম্পানি ও বসবাসরত প্রবাসীদের সহয়তায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে শাহীনের মরদেহ মালদ্বীপ থেকে দেশে পাঠানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!