AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপ প্রবাসী সাংবাদিক এমরান তালুকদারকে কচুয়া প্রেসক্লাবের সংবর্ধনা


মালদ্বীপ প্রবাসী সাংবাদিক এমরান তালুকদারকে কচুয়া প্রেসক্লাবের সংবর্ধনা

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় news24 মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসন তালুকদারকে চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধায় কচুয়া সদর উপজেলার রাজমহল হোটেলের হলরুমে ঐ সংবর্ধনা দেওয়া হয়।এছাড়াও একই অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করেন এই প্রবাসী সাংবাদিককে।এসময় উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম ও সাধারণ সম্পাদক প্রফেসর এমদাদ উল্লাাহ।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার ও বর্তমান সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল মিজান।

এসময় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে বৈধ এবং অবৈধ ভাবে কর্মরত আছেন প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশি।আর এদেরই নানামুখী সমস্যা নিয়ে ভিন দেশের মাটিতেই নিজ দেশের গণমাধ্যম news24 চ্যানেলে প্রবাসীদের নিয়ে সর্বদাই কাজ করে যাচ্ছেন এমরান হোসন তালুকদার।আর এই জন্যই ভিন দেশে কর্মরত প্রবাসী সাংবাদিকদের স্মরণে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন কচুয়া প্রেসক্লাব। সংবর্ধনা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম প্রধান,যুগ্ম সম্পাদক মাওলানা নুরুল হক প্রধান,কোষাধ্যক্ষ ওমর ফারুক সায়েম, কার্যনির্বাহী সদস্য শাহাদাত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, মাসুদ রানা, সাংবাদিক জাবেদ হোসাইন, বিল্লাল মাসুম, ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।  

প্রবাসী সাংবাদিকদের সম্মাননা দেয়ার এমন দৃষ্টান্তমূলক উদ্যোগের জন্য কচুয়া প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানান মালদ্বীপ প্রবাসী এই সাংবাদিক।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!