দক্ষিণ আফ্রিকার ফ্রিস্টেট প্রভিন্সের ভেপেনার শহরের ব্যবসায়ী মো. কামরুল ইসলাম (৩৩) ডাকাতের গুলিতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দোকার বন্ধ করার সময় একদল ডাকাত দোকানে প্রবেশ করে। এসময় মুল্যবান জিনিসপত্র ও ক্যাশ থেকে নগদ টাকা পয়সা নিয়ে যায়। আরও বেশি টাকার জন্য কামরুল ইসলামকে দোকানের বাহিরে থাকা গাড়ি চেক করতে নিয়ে যায়। এক পর্যায়ে তার বুকে গুলি করে ডাকাতদল চলে যায়। ফলে তাৎক্ষণিক ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত কামরুল ফেনী জেলার দাগনভুঞা থানার ৫ নং ইয়াকুব পুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের ১নং ওয়ার্ডের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার বড় ছেলে। দীর্ঘ ১ যুগ পূর্বে দক্ষিণ আফ্রিকায় আসেন। কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেন। দেশে ফেরার কথা ছিল তার। বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। তিনি বাড়িতে নতুন ভবনও করেছেন সম্প্রতি। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল।
এছাড়া বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশটির বেলকম শহরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সেনবাগ থানার নবীপুরের জাহাঙ্গীর শেখ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :