দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) ফোর্ডসবার্গের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন জমিয়তুল উলানা সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম বা`ম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র সভাপতি মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন- ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মিছবাহ উদ্দিন ফারুক, সেক্রেটারি জেনারেল ইব্রাহিম আহমেদ, সহ-সেক্রেটারি আবুল কাশেম, মোজাম্বিকের সভাপতি শামছুল ইসলাম, মাফুতোর সভাপতি মাওলানা আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ-সেক্রেটারি ইমরান আলী বাবুল, বিএনপি নেতা জহিরুল আলম তরুন, নোয়াখালী এসোসিয়েশনে সভাপতি মোস্তাফিজুর রহমান, স্প্রিং কমিউনিটির সভাপতি মজিবুল হক লিটন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আব্দুল রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন- ফোরামের ঘাউটেং প্রভিন্সের সহকারী সেক্রেটারি হাফেজ শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাঈম, পাঠাগার সম্পাদক আশফাকুজ্জামান দিপু, প্রচার ও মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক শাহেদ মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন- যুমনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, নর্থওয়েস্ট প্রভিন্সের দায়িত্বশীল নিজাম উদ্দিন, ডেবিটন ইউনিটের দায়িত্বশীল মেসবাহ উদ্দিন, পিটোরিয়া ইউনিটের দায়িত্বশীল রাসেল আহমেদ, জোহানেজবার্গ ইউনিটের দায়িত্বশীল রুবেল আহমেদ, প্রসেস্ট্রম ইউনিটের দায়িত্বশীল ফখরুল ইসলাম, মেফেয়ার শাখার সহ-সভাপতি এডভোকেট আফরোজ আহমেদ, আবুল কাশেম, মো. মহসিন, ফোজসবার্গ শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সেক্রেটারি হাসিবুর রহমান, সহ সেক্রেটারী ইমাম হোসেন সোহেল, লেনেসিয়া শাখার সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি বেলাল হোসেন ইসলাম, সেক্রেটারী জাকের হোসেন পারভেজ, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, জোহানিজবার্গ শাখার সেক্রেটারী মতিউর রহমান আঃ মতিন, সেক্রেটারী কিরন, ইদ্রিস আলী, মো. মিলন, বিয়োজিত, রিয়াদ হোসেন, শরীফ আহমেদ, ইমারান হোসেন, মালবান শাখার সভাপতি মো. ইলিয়াস, সেক্রেটারী আবুবকর সিদ্দিক সাগর, প্রসেস্ট্রম শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, অনিক আহমেদ, স্প্রিং সভাপতি কাজী খোরশেদ আলম, সেক্রেটারী তৌফিক ওমর, ফ্লোরিডা সভাপতি রবিউল হাসান প্রমুখ।
এছাড়া এএনসি`র ঘাউটেং প্রভিন্স এক্সিকিউটিভ সদস্য কমরেড জেরি, ইকসা সভাপতি হাফিজ নাদিম, ইখওয়ান মুসলিমুন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ জামাল নাসের, সোমালিয়া ও ইথিওপিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :