দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের কানানা সিটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল পেন্টেকোস্টাল হোলিনেস চার্চ (IPHC)-এ একসঙ্গে ১,৫০০’রও বেশি দম্পতির বিবাহ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) আয়োজিত এই ইস্টার-উপলক্ষ্য বিবাহ অনুষ্ঠানটি গির্জার ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ ম্যাস ওয়েডিং হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয় সদ্য নির্মিত ৬০,০০০ আসনের সুবিশাল গির্জা ‘দ্য ডোম’-এ, যা দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় গির্জা গম্বুজ হিসেবে খ্যাত। উল্লেখযোগ্য যে, ১৯৬২ সালে গির্জাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটিই সর্ববৃহৎ বিবাহ আয়োজন।
২০২৩ সালে অনুরূপ এক আয়োজনে প্রায় ৪০০ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবারের আয়োজন সেই রেকর্ডকে বহু গুণে ছাড়িয়ে গেছে।
চার্চ কর্তৃপক্ষ জানায়, তারা প্রতিবছর তিনবার এ ধরণের ম্যাস ওয়েডিং আয়োজন করে থাকে। তবে অংশগ্রহণকারী দম্পতির সংখ্যা এবং গির্জার অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনায় নিয়ে এবারের আয়োজনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা করা হয়েছে।
IPHC-এর এই আয়োজন সমাজে ধর্মীয় বন্ধন ও পারিবারিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মত প্রকাশ করেছেন গির্জা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :