ফিলিস্তিনিদের জন্য মিশরের রাফাহ ক্রসিং খুলে দেওয়ার দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানী প্রিটোরিয়ায় মিশরের দূতাবাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকাস্থ ফিলিস্তিন সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মিশরের রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র সহসভাপতি মো. মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সহসেক্রেটারি আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, বিএনপি নেতা জহিরুল আলম তরুন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, ফোরামের ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারী মোয়ারেফ হোসেন, সহকারী সেক্রেটারী হাফেজ শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাঈম, পাঠাগার সম্পাদক আশফাকুজ্জামান দিপু, প্রচার ও মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, ডেবিটন ইউনিয়ের দায়িত্বশীল মেসবাহ উদ্দিন, জোহানেজবার্গ ইউনিটের টিম সদস্য দ্বীন মোহাম্মদ রুবেল, মেফেয়ার শাখার সহ-সভাপতি এডভোকেট আফরোজ আহমেদ, মো. মহসিন, লেনেসিয়া শাখার অর্থ সম্পাদক হারুনুর রশিদ, প্রিটোরিয়া ইউনিটের দায়িত্বশীল শওকত আলী রাসেল, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়াও ইখওয়ান মুসলিমিন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ আহমেদ জামাল, ইকসা সভাপতি হাফেজ নাদিম আহমেদ, ডা. হারুন আব্বাসী, ডা. সাব্বির আহমেদ, দক্ষিণ আফ্রিকা ওলামা অ্যাসোসিয়েশনের নেতা মাওলানা ইব্রাহীম, মিশর কমিউনিটি, দক্ষিণ আফ্রিকার জুইস অ্যাসোসিয়েশন, তুরস্ক কমিউনিটি, সোমালিয়া, ইথিওপিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ সহ দেশটির ক্ষমতাশীল দল এ.এন.সির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :