AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাওনা টাকার যাকাত দিতে হবে?


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৩১ এএম, ৮ এপ্রিল, ২০২৩
পাওনা টাকার যাকাত দিতে হবে?

ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয়টি হচ্ছে যাকাত। কোরআন মজিদে আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ‘আর তারা যা কিছু দান করে এভাবে দান করে যে, তাদের হৃদয় ভীতকম্পিত থাকে (একথা ভেবে) যে, তারা তাদের রবের নিকটে ফিরে যাবে।’ (সুরা মুমিনুন, আয়াত : ৬০)

 

যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো কারো কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ,  সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা এর কোনো একটির সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার পণ্য থাকতে হবে। এবং এই পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর তার মালিকানায় থাকতে হবে। তবে এই সম্পদের বছর গণনা করতে হবে চন্দ্রমাস হিসেবে।

 

কারো যাকাতের নেসাবের টাকা যদি অন্য কারো কাছে পাওনা থাকে তাহলে এ ব্যক্তির জন্য পাওনা টাকা উসূল হওয়ার পর ওই টাকার যাকাত আদায় করা ফরজ। টাকা উসূলের আগে জাকাত আদায় করা জরুরি নয়, তবে পাওনা টাকা হাতে আসার আগে কেউ জাকাত আদায় করলে আদায় হয়ে যাবে।

 

কারো পাওনা টাকা হাতে আসতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সব বছরের টাকা হিসাব করে যাকাত আদায় করে দিতে হবে।

 

হজরত মা‍‍`মার রহ. ইমাম যুহরী রহ.-কে জিজ্ঞেস করছেন, পাওনা টাকার উপর জাকাত দিতে হবে কি? তিনি উত্তর দেন,

نَعَمْ إِذَا كَانَ فِي ثِقَةٍ، وَإِذَا كَانَ يَخَافُ عَلَيْهِ التَّوَى فَلَا يُزَكِّيهِ، فَإِذَا قَبَضَهُ زَكَّاهُ لِمَا غَابَ عَنْهُ

 

হ্যাঁ, পাওনা যদি বিশ্বস্ত মহলে হয় তাহলে যাকাত দিবে। আর পাওনা যদি উধাও হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে যাকাত দিবে না। তবে যদি এই পাওনা হাতে আসে তাহলে বিগত সময়েরও জাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক ৭১৩১)


একুশে সংবাদ.কম/ঢা/সম

Link copied!