AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন গিলাফে মোড়ানো হলো কাবা(ভিডিও)


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৩৪ এএম, ১৯ জুলাই, ২০২৩
নতুন গিলাফে মোড়ানো হলো কাবা(ভিডিও)

আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। জটিল আয়োজনের মাধ্যমে নতুন গিলাফে মোড়ানো হয় কাবা।

 

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বুধবার (১৯ জুলাই) দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।


কাবায় যে নতুন গিলাফটি লাগানো হয়েছে সেটি কাঁচা সিল্ক, ১২০ কেজি সোনার তার ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে।

পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়।


সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।

 

কাবার গিলাফ পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে একটি বিশেষ দল। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।


সূত্র: আল আরাবিয়া

একুশে সংবাদ/ঢা টা/স ক 

Link copied!