দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়াকে বলা হয় ইবাদতের মূল বা মগজ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব’ (সূরা মুমিন, আয়াত, ৬০)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না।’ (তিরমিজি, হাদিস, ২১৩৯।) দোয়া সব ইবাদতের মূল।
দোয়া কবুলের অন্যতম শর্ত হলো - ধীরস্থির ও একনিষ্ঠ মনে আল্লাহর কাছে দোয়া করা এবং দোয়ার করার সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না।
দোয়া করার পর, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। কারণ, এটা অপছন্দনীয় একটি কাজ। এমন তাড়াহুড়ার কারণে আল্লাহ দোয়া কবুল না করারও সম্ভবনা রয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :