AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ বছর বেশি ও কম সময় রোজা রাখবেন যেসব দেশের মুসল্লিরা


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৮:১৪ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৪
এ বছর বেশি ও কম সময় রোজা রাখবেন যেসব দেশের মুসল্লিরা

মুসলিম বিশ্ব পবিত্র রমজানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী ১১ মার্চ থেকে রোজা শুরু হবে। খবর গালফ নিউজের।

প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান বিশেষ তাৎপর্য বহন করবে। কারণ ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় কম-বেশি হয়। এবারও ব্যতিক্রম নয়।

এ বছর উত্তর মেরুতে অবস্থিত দেশগুলোতে রোজা হবে দীর্ঘ সময়ব্যাপী। অন্যদিকে দক্ষিণ মেরুর দেশেগুলোতে রোজার পরিধি হবে সংক্ষিপ্ত। এ বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় ধরে রোজা থাকবেন চিলির পর্ত মন্ট শহরের মুসল্লিরা।

এ শহরে পবিত্র রমজানের পরিধি হবে ১২ ঘণ্টা ৪৪ মিনিট। অন্যদিকে, চলতি বছর রোজার সবচেয়ে দীর্ঘ পরিধি দেখা যাবে গ্রিনল্যান্ডের রাজধানী নুকতে। এ শহরের মুসল্লিরা ১৭ ঘণ্টা ২৬ মিনিট পর্যন্ত সবধরনের খাবার থেকে বিরত থাকবেন।

বিশ্বের সব দেশেই রমজানের প্রথম দিনের পর থেকেই রোজার পরিধি বাড়তে থাকে।

এ বছর আরব বিশ্বের যেসব দেশে সবচেয়ে কম সময় ধরে রোজা রাখবেন মুসল্লিরা

> কমোরোস, মরোনি- ১৩ ঘণ্টা ৪ মিনিট
> সোমালিয়া, মোগাদিশু- ১৩ ঘণ্টা ১৯ মিনিট
> জিবুতি- ১৩ ঘণ্টা ৩১ মিনিট
> ইয়েমেন, সানা- ১৩ ঘণ্টা ৩৯ মিনিট
> মোরিতানিয়া, নোয়াখট- ১৩ ঘণ্টা ৪১ মিনিট
> সুদান, খার্তুম- ১৩ ঘণ্টা ৪৪ মিনিট
> ওমান, মাসকাট- ১৩ ঘণ্টা ৫৩ মিনিট
> সৌদি আরব, রিয়াদ- ১৩ ঘণ্টা ৫৬ মিনিট 
> আরব আমিরাত, আবুধাবি- ১৩ ঘণ্টা ৫৬ মিনিট
> কাতার, দোহা- ১৩ ঘণ্টা ৫৭ মিনিট
> বাহরাইন, মানামা- ১৩ ঘণ্টা ৫৯ মিনিট
> আলজেরিয়া, আলজিয়ার্স- ১৪ ঘণ্টা ২ মিনিট
> কুয়েত- ১৪ ঘণ্টা ৭ মিনিট 
> জর্ডান, আম্মান- ১৪ ঘণ্টা ১১ মিনিট
> মিশর, কায়রো- ১৪ ঘণ্টা ১৪ মিনিট
> ইরাক, বাগদাদ- ১৪ ঘণ্টা ১৬ মিনিট
> তিউনেশিয়া, তিউনিস- ১৪ ঘণ্টা ১৭ মিনিট 
> লেবানন, বৈরুত- ১৪ ঘণ্টা ১৭ মিনিট
> ফিলিস্তিন, জেরুজালেম- ১৪ ঘণ্টা ১৭ মিনিট
> সিরিয়া, দামেস্কে- ১৪ ঘণ্টা ১৮ মিনিট
> লিবিয়া, ত্রিপলি- ১৪ ঘণ্টা ২১ মিনিট
> মরোক্ক, রাবাত- ১৪ ঘণ্টা ২৩ মিনিট

ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা কম সময় ধরে এ বছর রোজা পালন করবেন

> উগান্ডা, কাম্পালা- ১৩ ঘণ্টা ১৭ মিনিট
> ইন্দোনেশিয়া, জাকার্তা- ১৩ ঘণ্টা ১৭ মিনিট
> মালয়েশিয়া, কুয়ালালামপুর- ১৩ ঘণ্টা ১৮ মিনিট
> মালদ্বীপ, মালে- ১৩ ঘণ্টা ২১ মিনিট
> ব্রুনাই, বন্দর সেরি বেগাওয়ান- ১৩ ঘণ্টা ২২ মিনিট
> নাইজেরিয়া, আবুজা- ১৩ ঘণ্টা ২৭ মিনিট
> চাদ, এনজামেনা- ১৩ ঘণ্টা ৩১ মিনিট
> মালি, বামাকো- ১৩ ঘণ্টা ৩২ মিনিট
> সেনেগাল, ডাকার- ১৩ ঘণ্টা ৩৬ মিনিট
> বাংলাদেশ, ঢাকা- ১৩ ঘণ্টা ৫১ মিনিট
> পাকিস্তান, করাচি- ১৩ ঘণ্টা ৫৪ মিনিট
> আফগানিস্তান, কাবুল- ১৪ ঘণ্টা ১৯ মিনিট
> ইরান, তেহরান- ১৪ ঘণ্টা ২৩ মিনিট
> তুর্কমেনিস্তান, আশখাবাদ- ১৪ ঘণ্টা ৩১ মিনিট 
> আজারবাইজান, বাকু- ১৪ ঘণ্টা ৩৯ মিনিট
> উজবেকিস্তান, তাসখন্দ- ১৪ ঘণ্টা ৪১ মিনিট
> আলবেনিয়া, তিরনা- ১৪ ঘণ্টা ৪২ মিনিট
> তুরস্ক, আঙ্কারা- ১৪ ঘণ্টা ৪৩ মিনিট
> বসনিয়া- ১৪ ঘণ্টা ৫২ মিনিট 
> কাজাখস্তান- ১৫ ঘণ্টা ৩৩ মিনিট

২০২৪ সালে সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন যেসব দেশের মুসল্লিরা

> গ্রিনল্যান্ড, নুক- ১৭ ঘণ্টা ২৬ মিনিট
> আইসল্যান্ড, রেকজাভিক- ১৭ ঘণ্টা ২৫ মিনিট 
> ফিনল্যান্ড, হেলসিংকি- ১৭ ঘণ্টা ৯ মিনিট

চলমান বছর সবচেয়ে কম সময় রোজা রাখবেন যেসব দেশের মুসল্লিরা

> চিলি- ১২ ঘণ্টা ৪৪ মিনিট 
> নিউজিল্যান্ড- ১২ ঘণ্টা ৪৬ মিনিট 
> কেনিয়া- ১৩ ঘণ্টা ১৫ মিনিট

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 

Link copied!