AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মসজিদে ইফতার-ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৪২ এএম, ৯ মার্চ, ২০২৪
মসজিদে ইফতার-ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি আরব মসজিদে ইফতারি খাওয়া এবং ছবি তোলা নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই ঘোষণা দিয়েছে দেশটি। ইফতারির জন্য আনা খাবারে মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট হয়। এ বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ‘সৌদি আরব সরকার নির্দেশনা দিচ্ছে ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

নোটিশে আরো বলা হয়েছে, ‘ইফতারির জন্য মসজিদের উন্মুক্ত স্থানে একটি যথাযথ জায়গা খুঁজে বের করবেন ইমাম ও মুয়াজ্জিন। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না’।

এছাড়া রোজাদারদের জন্য ইফতারি ক্রয়ের জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন এমন নির্দেশনাও দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

ইফতারির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।

আগামী ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ঐদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই। অর্থাৎ এবার মধ্যপ্রাচ্যে আগামী ১১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঐদিন রাতে মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন।

সূত্র: দ্য নিউ আরব

একুশে সংবাদ/এস কে

Link copied!