AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানের শেষ দশকের ইবাদত নিয়ে যা বললেন শায়খ সুদাইস


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৪৬ এএম, ৩ এপ্রিল, ২০২৪
রমজানের শেষ দশকের ইবাদত নিয়ে যা বললেন শায়খ সুদাইস

রমজানের শেষ দশকে ইবাদতে মগ্ন থাকার আহ্বান জানিয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। এ সময় তিনি হারাম শরিফের কাজে নিয়োজিতদের দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানান সাধারণ মুসল্লিদের।

শেষ দশককে মূল্যায়ন করতে মোবাইল ও এ জাতীয় ডিভাইসে সময় নষ্ট না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শেষ দশকে শবে কদর রয়েছে। এই রাতের ফজিলতের কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এর ফজিলত ও বরকত পেতে আমাদের সবার চেষ্টা করতে হবে।

হারামাইনে ইতিকাফকারীদের ইবাদতে গুরুত্ব দিতে বলেন তিনি। তাদের মসজিদুল হারামের আদব-শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

শেষ দশকে মসজিদুল হারাম ও নববীতে কোরআনের মজলিস বাড়ানো হয়েছে। শেষ দশ দিনের জন্য সার্বক্ষণিক প্রোগ্রাম চালু করা হয়েছে। এর অধীনে ১০২ জন শিক্ষকের মাধ্যমে ২৪ ঘণ্টা কোরআনের ক্লাস চালু রাখা হয়েছে। এতে আগতদের অনেকেই উপকার লাভ করছেন।

এর আগে রমজানের শুরুতে মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন শায়খ সুদাইস। এসময় তিনি এবারের রমজান মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের নেক আমল কবুল করেন তিনি। এবং রমজানের বরকতময় মাস নেকি ও ইবাদতের মাসে পরিণত করেন।

তিনি বলেন, সৌদি আরবের জন্য হারামাইন শরিফাইন, ওমরা ও হজ আদায়কারীদের খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার।

রমজানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজের নেতৃত্বে, ইবাদত পালনকারীদের স্বাচ্ছন্দ্য এবং শান্তি ও নিরাপত্তার ব্যবস্থায় কোনো ত্রুটি রাখা হবে না বলে জানান তিনি।

এ সময় তিনি ফিলিস্তিনে পৈচাশিক নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

সূত্র : উর্দু নিউজ

একুশে সংবাদ/এস কে

Link copied!