AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জান্নাতের আট দরজা দিয়ে প্রবেশ করবেন কারা


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:৪৯ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
জান্নাতের আট দরজা দিয়ে প্রবেশ করবেন কারা

জান্নাতের দরজা কতটা রাজকীয় হবে, কারুকার্যময় হবে তা কল্পনা করাও কোনো হৃদয়ের পক্ষে সম্ভব নয়। তবে, জান্নাতের প্রবেশদ্বার একটি নয়; এর রয়েছে কয়েকটি দরজা। আল্লাহর প্রিয় বান্দা ও ফেরেশতারা এ সকল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস-- চিরস্থায়ী জান্নাত। এর দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে। তারা সেখানে বসবে হেলান দিয়ে। সেখানে তারা নানারকম ফলমূল ও পানীয় চাইবে। (সুরা সাদ: ৪৯-৫১)

 

জান্নাতের মোট আটটি দরজা রয়েছে। দরজাগুলোর নাম—

এক. বাবুস সালাত (নামাজের দরজা): যারা নিজেদের নামাজের ব্যাপারে সচেতন, আন্তরিক একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায় করে, তাদের সম্মানে জান্নাতের এ দরজার নামকরণ করা হয়েছে।

দুই. বাবুল জিহাদ (জিহাদের দরজা): যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তাদের জীবন ও সম্পদ দিয়ে লড়াই ও সংগ্রাম করে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে।

তিন. বাবুর রাইয়ান (পরিতৃপ্তি লাভের দরজা): এই দরজা দিয়ে শুধু রোজা পালনকারীরা প্রবেশ করবে। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতে আটটি দরজা রয়েছে। সেগুলোর মধ্যে একটি দরজার নাম ‘রাইয়ান’। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোজাপালনকারীরা প্রবেশ করবে। তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাপালনকারীরা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তারা প্রবেশ করলে, দরজা বন্ধ করে দেওয়া হবে। আর কারও প্রবেশ করার সুযোগ থাকবে না।’ (বুখারি, হাদিস: ১৮৯৬)

চার. বাবুস সাদাকা (দানের দরজা): মানুষের প্রয়োজনে যারা নিজেদের অর্থ-সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেছে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে।

পাঁচ. বাবুল ঈমান (ঈমানের দরজা): এই দরজার নামকরণ করা হয়েছে তাদের সম্মানে, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।

ছয়. বাবুল-কাজিমিন আল-গায়িজ ওয়াল আফিনা আনিন্নাস (রাগ দমন ও মানুষের ভুল ক্ষমা করা লোকদের দরজা): এই দরজার নামকরণ করা হয়েছে তাদের সম্মানে, যারা অন্যের ভুলকে ক্ষমা করে এবং নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে।

সাত. বাবুর-রাজিয়িন (সন্তুষ্টদের দরজা): যারা সর্বাবস্থায় আল্লাহর ওপরে সন্তুষ্ট এবং আল্লাহও যাদের ওপরে সন্তুষ্ট, আর-রাজিয়িন তাদের সম্মানে নির্মিত দরজা।

আট. বাবুত তওবা (ক্ষমাপ্রার্থনার দরজা): নিজেদের কৃতকর্মের জন্য অনুপ্রাণিত হয়ে যারা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করেছে, তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!