ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস) ৪র্থ বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
শনিবার (৪ই মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, সহস্রাব্দের শৃঙ্খল ভাঙ্গো যুক্তির বাণে, অগ্নিশিখার প্রদীপ জ্বালো আঁধার প্রাণে; এই মর্মে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস) আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। যেখানে থাকছে ৮০ হাজার টাকার স্কলারশিপ,সার্টিফিকেট, ট্রফি ও মেডেল।
বিতর্ক বসন্তে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবরই রঙিন। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডিবেটিং ক্লাবটি বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ, বিটিভি, এটিএন বাংলা, এশিয়ান টিভি সহ অসংখ্য তর্কে যুদ্ধের বিবর্তনে সম্বৃদ্ধ, শাণিত তর্ক যোদ্ধাদের আতুরঘর আজকের ডিআইইউডিএস।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির -(ডিআইইউডিএস) কো-অর্ডিনেটর হিসেবে আছেন তামান্না ফেরদৌস এবং সহযোগী কো-অর্ডিনেটর হিসেবে আছেন রাশেদ ইসলাম সোহান। এছাড়াও সার্বিক সহযোগিতায় আছেন সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক মিলি রহমান।
ডিআইইউডিএস এর কো-অর্ডিনেটর তামান্না ফেরদৌস বলেন, ৪র্থ বারের মতো আমরা আন্ত: বিভাগ প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছি। যেখানে আমরা সব বিভাগ থেকে এক বা একাধিক টিম বানিয়ে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি । প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ঈদের পর।
তিনি বলেন, প্রতিযোগিতাটিতে অংশগ্রহন আবেদন শেষ হবে আগামী ১৫ মার্চ এবং ১৬ মার্চ প্রতিযোগিতাটির জন্য আমরা একটি বিতর্ক কর্মশালার আয়োজন করছে যাচ্ছি যেখানে অন্য ইউনিভার্সিটি থেকে দুজন স্পিকার আনছি আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে এমন টিমগুলোকে দিকনির্দেশনা এবং পরামর্শ দিবেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :