ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে রেকর্ড রান করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর উইন্ডিজের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তবে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে পড়েন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান।
বুধবার পর্দা উঠেছে ডিপিএলের নতুন মৌসুমের। এ আসরে নিজেদের প্রথম ম্যাচেই শতকের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয়।
আবাহনীর জার্সিতে ১১৮ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল।
এদিন ব্যাটে রান পেলেও সেঞ্চুরির আক্ষেপেই মাঠ ছাড়তে হয়েছে নাঈম শেখকে। সাজঘরের ফেরার আগে ১২ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৮৫ রান করে সাব্বির হোসেনের বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ তুলে দেন তিনি।
প্রসঙ্গত, গত প্রিমিয়ার লিগে ১ হাজার ৪২ রান করেন বিজয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ৮ ফিফটি আর তিন সেঞ্চুরি করেন তিনি।
একুশে সংবাদ/ডে বা/সম
আপনার মতামত লিখুন :