AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতা দিবস আরচ্যারী টুর্নামেন্ট অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৪৮ পিএম, ২৫ মার্চ, ২০২৩
স্বাধীনতা দিবস আরচ্যারী টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপি “স্বাধীনতা দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৩” (ন্যাশনাল র‍্যাংকিংওপেন টুর্নামেন্ট-২) অনুষ্ঠিত হয়।

 

টুর্নামেন্টে দেশের জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও সার্ভিসেস দলসহ ১৩টি দল হতে রিকার্ভ ডিভিশনের পুরুষ সেকশনে ৩৯জন ও মহিলা সেকশনে ২৪জন এবং কম্পাউন্ড ডিভিশনের পুরুষ সেকশনে ১৯জন ও মহিলা সেকশনে ১৪জনসহ মোট ৯৬জন আরচ্যার প্রতিদ্ব›িদ্বতা করে। দিনব্যাপি টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৪টি একক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিকার্ভ পুরুষ সেকশনে মো: রোমান সানা (বাংলাদেশ আনসার) ৬-৪ সেটে মো: আশিকুর রহমান (আর্মি আরচ্যরী ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ও রামকৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) এর মধ্যে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয় আরচ্যার ১টি করে তীর ছুড়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এর স্কোর হয় ১০ এবং রামকৃষ্ণ সাহা এর স্কোর হয় ৯। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। রিকার্ভ মহিলা সেকশনে মোসাম্মৎ শ্রাবনী আক্তার (বাংলাদেশ আনসার) ৬-২ সেটে জুথি রানী (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে দিয়া সিদ্দিকী (বাংলাদেশ আনসার) ৬-২ সেটে পেহেলী চাকমা (বাংলাদেশ আনসার) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় কম্পাউন্ড পুরুষ সেকশনে নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) এবং মোহাম্মদ আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) এর মধ্যে প্রথম পর্যায়ে ১৪৫-১৪৫ স্কোরে ড্র হয়। পরবর্তীতে উভয় আরচ্যার ১টি করে তীর ছুড়ে নেওয়াজ আহমেদ রাকিব এর স্কোর হয় ৯+ এবং মোহাম্মদ আশিকুজ্জামান এর স্কোর হয় ৯। নেওয়াজ আহমেদ রাকিব এর তীরটি নিকটবর্তী হওয়ায় ৯+ স্কোরের ভিত্তিতে গোল্ড মেডেল জয় লাভ করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভানরুম বম (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ১৪৩-১৪০ স্কোরে শাহরিয়ার আরিফ (আর্মি আরচ্যারী ক্লাব) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। কম্পাউন্ড মহিলা সেকশনে বন্যা আক্তার (বাংলাদেশ আনসার) ১৩৯-১৩৭ স্কোরে সুস্মিতা বনিক (আর্মি আরচ্যারী ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ১৪৪-১৪১ স্কোরে পুস্পিতা জামান (বিকেএসপি) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান অভি, প্রতিযোগিতা আয়োজন সাব-কমিটির আহ্বায়ক জনাব রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্রশিক্ষণ ও আরচ্যারী উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক জনাব মো: ফারুক ঢালী, নির্বাহী সদস্য আলহাজ্ব এ এম ফজলুর রহমান মুকুল, ডা: মো: এহছানুল করিম, দলীয় কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/সম

Link copied!