AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসুস্থতার কারনে লিভারপুলের বিরুদ্ধে খেলতে পারছেন না ফোডেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৩ পিএম, ২৭ মার্চ, ২০২৩
অসুস্থতার কারনে লিভারপুলের বিরুদ্ধে খেলতে পারছেন না ফোডেন

এ্যাপেনডিকস অস্ত্রোপচারের কারনে লিভারপুলের বিরুদ্ধে আসন্ন প্রিমিয়াল লিগে হোম ম্যাচটিতে খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটির তারকা ফিল ফোডেন। সিটি ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার রোববার ওয়েম্বলিতে ইউক্রেনের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বের ম্যাচ শুরু হবার ঠিক আগ মুহূর্তে দল থেকে ছিটকে যান। লন্ডনে তার অস্ত্রোপচার করানো হবে। এখনো নিশ্চিত জানা যায়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন। তবে সিটি  এটা নিশ্চিত করেছে আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে রেডসদের বিপক্ষে ফোডেন খেলতে পারছেন না।

 

এক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ফিল ম্যানচেস্টারে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। ঘরের মাঠে সপ্তাহের শেষে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচটির জন্য সে যথেষ্ঠ ফিট অবস্থায় নেই। এই মুহূর্তে তার ফিরে আসার বিষয়টি বেশ অষ্পষ্ট।’

 

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশী রয়েছে। আগামী মাসে সিটিজেনরা পাঁচটি লিগ ম্যাচ খেলবে। এর মধ্যে ২৬ এপ্রিল ঘরের মাঠে গানারদের বিরুদ্ধে ম্যাচটিও রয়েছে। এছাড়া ১১ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে। ২২ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় টায়ারের ক্লাব শেফিল্ড ইউনাইটেড।
 

একুশে সংবাদ/সম 
 

Link copied!