বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় মেয়াদে কোচ হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহ। তিনি দ্বিতীয় মেয়াদে যুক্ত হওয়ার পর তার সহকারী কে হবেন তা নিয়ে ছিল ক্রিকেটপাড়ায় জোড়ালো আলোচনা। সব ছাপিয়ে এবার হাথুরুসিংহের সহকারী কে হচ্ছেন? এ বিষয়ে জানালেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে কয়েকদিন আগেই তার সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুর দিকে তেমন আবেদন জমা না পড়লেও এর মধ্যে দেশি-বিদেশি মিলিয়ে ১০ জন আবেদন করেছেন। তবে কোচ আবেদনের শেষ সময় ছিল ১ মার্চ। আবেদন থেকে কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবির কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছিলেন।
তবে জানা গেছে সহকারী কোচ নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।
রোববার (২ এপ্রিল) গনমাধ্যমকে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।’
তবে কে হচ্ছেন হাথুরুসিংহের সহকারী এ প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নিদিষ্ট করে কোনো নাম বলতে পারবো না। হাথুরুসিংহের সহকারী হচ্ছেন বিদেশি কেউ।’
একুশে সংবাদ/ডে বা/সম
আপনার মতামত লিখুন :