AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনচেলত্তি বার্সেলোনার কোচ হতে চান না


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৬ পিএম, ৮ এপ্রিল, ২০২৩
আনচেলত্তি বার্সেলোনার কোচ হতে চান না

২০১৩ সালে প্রথম দফা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন কার্লো আনচেলত্তি। দুই মৌসুম দায়িত্ব পালনের পর তাকে অবশ্য সরিয়ে দেওয়া হয়। এরপর ২০২১ সালে আবারো ফেরেন চেনা ঠিকানায়। 

 

এ মেয়াদেও শুরুর মৌসুমে দলকে ইউরোপ সেরার ট্রফি জেতান তিনি। তার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা সহ কয়েকটি শিরোপা জিতেছে রিয়াল। 


শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘কোচ হিসেবে তার আর প্রমাণের কিছু নেই। আমার পক্ষে বার্সেলোনাকে কোচিং করানো অসম্ভব। (কোচ হিসেবে) ১ হাজার ২৭২টি ম্যাচের পর আমার নিজেকে প্রমাণের কিছু নেই।’


কোনো কিছুর জন্য নিজেকে বদলাতে চান না তিনি। রিয়াল সর্ম্পকে বলেন, ‘আমি নিজেকে বদলাবো না। আপনাকে আমার ব্যক্তিগত এবং ক্লাবের ইতিহাসকে সম্মান করতে হবে। কারো জন্য আমি নিজেকে পরিবর্তন করব না, কারণ আমি এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি, এখানে সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এটা বিশ্বের সেরা ক্লাব।

 

বার্সেলোনা সর্ম্পকে বলেন, ‘আমি এখানে থাকতে ভালোবাসি এবং নিরাপদ বোধ করি, তাই আমার রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাওয়ার কোনো কারণ নেই।’


আগামী ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন আনচেলত্তি। তবে সাবেক এসি মিলান, চেলসি ও পিএসজির এই কোচের ভবিষ্যৎ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

একুশে সংবাদ.কম/ডে বা/সম

Link copied!