AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবর বিষয়ে মুখ খুললেন আফ্রিদি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৬ পিএম, ১১ এপ্রিল, ২০২৩
বাবর বিষয়ে মুখ খুললেন আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে অস্বস্তি বেড়েই চলেছে। গত কয়েকদিনে জাতীয় দলের কোচিং স্টাফে রদবদল, নিয়মিত অধিনায়ককে বিশ্রাম ও কর্মকর্তাদের একে অপরের মধ্যে দূরত্ব বজায়। এবারের বিতর্ক বাবর আজম আর শহীদ আফ্রিদিকে ঘিরে।

 

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি নাকি বাবরকে অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন। আফ্রিদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।


নাজাম শেঠির ভাইরাল মন্তব্যের পর আফ্রিদির সমালোচনায় মুখর পাকিস্তানের ভক্তরা। তবে আফ্রিদির দাবি, নাজাম শেঠি তার কথা বলেননি। পিসিবির চেয়ারম্যান শেঠি বোমা ফাঁটিয়ে বলেছিলেন, আমাদের অন্তবর্তীকালীন নির্বাচক (শহিদ আফ্রিদি) কমিটি দায়িত্ব নেয়ার সময় বলেছিল, কিছু পরিবর্তন আনতে হবে এবং বাবর আজমকে নেতৃত্ব থেকে সরাতে হবে। যদিও তারা দায়িত্ব নেওয়ার পরে বাবরকে সরানোর দরকার মনে করেনি।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে শেঠি লেখেন, অনেক মাস ধরেই সংবাদমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সব সংস্করণে বাবরকে অধিনায়ক রাখা নিয়ে কথা বলছিল। যেহেতু এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমি শহীদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।

 

এরপর সমালোচনা ঢাকতে আফ্রিদিই তার দায় এড়িয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বলেন, আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভকামনা।

 

একুশে সংবাদ.কম/চ ২৪/সম    

Link copied!