১০০ বছরের এক প্রবীণকে খুঁজছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন শোয়েব। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
পাকিস্তানের সাবেক তারকা পেসার সেই প্রবীণ ব্যক্তির বোলিং অ্যাকশন দেখে মুগ্ধ। ভিডিও শেয়ার করে শোয়েব আখতার বলেছেন, তিনি এই বয়স্ক লোকটিকে হন্যে হয়ে খুঁজছেন। আকুতি করেছেন, কেউ তার খোঁজ দিতে পারবেন কি না।
শোয়েব আখতারের টুইট করা সেই ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক লোক তার মতোই বোলিং অ্যাকশনে বল করছেন। ব্যক্তিটি যে গতি নিয়ে বোলিং করছেন তা দেখে বিস্মিত হন শোয়েব।
ভিডিওটি আপলোড করে শোয়েব লিখেছেন, ‘ওহ বাহ! ১০০-তে ঘণ্টায় ১০০ মাইল গতিতে। আমি আপনার সঙ্গে দেখা করলে খুশি হবো। কেউ তার খোঁজ দেন।’
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেস বোলারদের একজন শোয়েব আখতার। তার দ্রুততম গতিতে বল করার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে। পাকিস্তানের সাবেক এই গতি তারকা ঘণ্টায় ১৬১.৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
একুশে সংবাদ.কম/চ২৪/সম
আপনার মতামত লিখুন :