খেলার সময় খেলোয়াড়দের প্রায় সময়ই দেখা যায় চুইংগাম খেতে।তবে অনেকের ধারণা শুধুমাত্র ফ্যাশনের জন্য খেলোয়াড়রা চুইংগাম খেয়ে থাকেন।আসলে ব্যাপারটি এমন নয়। এর পেছনে বৈজ্ঞানিক রহস্যও রয়েছে।
খেলোয়াড়রা সাধারণত তাদের মনোযোগ বাড়ানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন। চাপের মধ্যে শান্ত রাখতে খেলোয়াড়দের সাহায্য করে চুইংগাম। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা হয়েছে, চুইংগাম চিবানোর সময় মুখের স্বাদ গ্রহণকারী ও চোয়ালের চাপ মস্তিষ্কে বিশেষ সংকেত পাঠাতে থাকে। ফলে তা মনকে সক্রিয় ও সূক্ষ্ণ বিষয়গুলোতে বেশি মনোযোগ দেয়। এমন অবস্থায় মস্তিষ্কে রক্তের প্রবাহ বেড়ে যায় ও হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হয়ে পেশিগুলোতে রক্ত চলাচল বৃদ্ধি করে।
একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, চুইংগাম সতর্কতার মাত্রা উন্নত করতে সাহায্য করে ও স্নায়ুতন্ত্রকে শরীরের বাকি অংশে দ্রুত বার্তা পাঠাতে সক্ষম করে।
চুইংগামকে একটি সাইকোজেনিক টুল হিসেবে দেখা হয়। এতে গ্লুকোজ রয়েছে, যা একজন খেলোয়াড়কে সর্বদা প্রাণবন্ত রাখে। তাছাড়াও চুইংগাম হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
একুশে সংবাদ.কম/ডে বা/সম
আপনার মতামত লিখুন :