AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরো ২০২৮ বিড থেকে ওল্ড ট্রাফোর্ড ও এ্যানফিল্ডের নাম বাদ দেয়া হলো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩
ইউরো ২০২৮ বিড থেকে ওল্ড ট্রাফোর্ড ও এ্যানফিল্ডের নাম বাদ দেয়া হলো

২০২৮ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনের জন্য ব্রিটেন ও আয়ারল্যান্ড যৌথ বিড জমা দিয়েছে। ইউরো আয়োজনের নিমিত্তে তারা ১০টি স্টেডিয়ামের নাম চূড়ান্ত করেছে, যেখান থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড ও লিভারপুলের এ্যানফিল্ড।

 

ফুটবল এসোসিয়েশন অব ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড  ও ওয়েলস মিলে এই প্রস্তাব তৈরী করেছে। জমা দেয়া তালিকায় ১০টি স্টেডিয়ামে মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েম্বলি স্টেডিয়াম, টটেনহ্যাম হটস্পার ও কার্ডিফ প্রিন্সিপালিটি স্টেডিয়াম।

 

উয়েফা জানিয়েছে এই বিডের পাশাপাশি টার্কিশ ফুটবল ফেডারেশনও ২০২৮ কিংবা ২০৩২ ইউরো ও ইতালিয়ান ফুটবল ফেডারেশন ২০৩২ ইউরোর জন্য বিড জমা দিয়েছে।

 

আগামী অক্টোবরে উয়েফা কার্যনির্বাহী কমিটি ভোটের মাধ্যমে উভয় টুর্নামেন্টের স্বাগতিক নির্বাচিত করবে। ব্রিটেন ও আয়ারল্যান্ড জানিয়েছে এই বিড টুর্ণামেন্টকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। ২০২৮ ইউরোকে ঘিড়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড বিশ্ব মানের একটি পরিকল্পনা জমা দিয়েছে।

 

বিডে থাকা অন্যান্য স্টেডিয়ামগুলো হচ্ছে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়াম, এভারটনের নব নির্মিত ওয়াটারফ্রন্ট স্টেডিয়াম, নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক, ভিলা পার্ক, গøাসগোর হ্যাম্পডেন পার্ক, ডাবলিনের আভিভা স্টেডিয়াম ও বেলফাস্টের কেসমেন্ট পার্ক।

 

সম্ভাব্য সংষ্কারের কারনে ঐ সময় ওল্ড ট্র্রাফোর্ড নাও পাওয়া  যেতে পারে, সে কারনেই এফএর সাথে আলোচনা করেই তালিকায় থেকে বাদ দেয়া হয়েছে।

একুশে সংবাদ.কম/সম            

Link copied!