AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিপিএস যুগে প্রবেশ করছেন টাইগাররা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৫ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩
জিপিএস যুগে প্রবেশ করছেন টাইগাররা

টাইগার ক্রিকেটের হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নেন ডেভিড মুর। এবার তার হাত ধরেই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কেননা জিপিএসের মাধ্যমে এখন থেকে ক্রিকেটারদের সব কিছু রেকর্ড করা হবে।

 

মূলত বিসিবির সব প্রোগ্রাম ও টুর্নামেন্টের মধ্যে সমন্বয় করাই হবে মুরের মূল কাজ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড় তৈরিতেও নজর রাখবেন তিনি। 

 

সাংবাদিকদের নিজের পরিকল্পনার কথা জানান মুর।  


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর বলেন, ‘এমআইএসে যেসব ডাটা আছে সেসব নিয়ে আমি কাজ করবো। আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে যদি বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করতে চাই- তাহলে তারা যা করে তেমন কিছু করতে হবে অথবা অন্তত ভালো কিছু করার চেষ্টা করতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘তারা অনেকদিন ধরেই অ্যাথলেট ম্যানেজম্যান্ট সিস্টেম ব্যবহার করে। এটা আসলে যোগাযোগের জন্য অনেক বড় কিছু। অস্ট্রেলিয়ায় রাজ্য দলের ক্রিকেটারেরও এএমএস আছে, এতে যোগাযোগ বাড়ে এবং সবাই জানে কী হচ্ছে।’


জিপিএস প্রসঙ্গে মুর বলেন, ‘এটা (জিপিএস) ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের চেয়ে বেশি কিছু। আমরা যেটা করতে চাচ্ছি, ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের জন্য একটা সিস্টেম দাঁড় করানো। আমাদের ক্রিকেটারদের স্থায়িত্ব ও ইনজুরিতে কম পড়ার ব্যাপারে চেষ্টা করতে হবে। কিছু সিস্টেম পেসারদের শরীরের চাপের ব্যাপারেও কাজ করবে, যেমন পেসারদের।’

 

মুর বলেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো জিপিএস নেই। আমি জানি না ক্লাবগুলো ব্যবহার করে কি না। আমরা কিছু কোম্পানির সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরা প্রোডাক্টটাই আনার চেষ্টা করছি।

একুশে সংবাদ.কম/ডে বা/সম  

Shwapno
Link copied!