AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম দেখাতেই প্রেমে পড়লেন ধাওয়ান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩
প্রথম দেখাতেই প্রেমে পড়লেন ধাওয়ান

একের পর এক ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান। প্রথমে জাতীয় দল থেকে বাদ পড়া আর তারপর যোগ হয়েছে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। তবে তাঁর এই জীবনে কিছুটা আশার আলো দেখিয়েছে আইপিএল। 

 

পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে এবার মৌসুম শুরু করেছেন তিনি। আর ব্যাট হাতে নেমেই তিনি একেরপর এক ইনিংস খেলেছেন। তিনি বর্তমানে সব থেকে বেশি রান করে আইপিএলে কমলা টুপির মালিক। প্রতিবারআইপিএলে ব্যর্থ হওয়া পাঞ্জাবের এবার অন্যতম ভরসা ধাওয়ান।  

এবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে নিজের জীবন নিয়ে একাধিক মন্তব্য করলেন শিখর ধাওয়ান। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় তিনি বলছেন, এবার তাঁর মুভ অন হওয়ার সময়। ধাওয়ানের এই হাল্কা চালের আড্ডাটি রেকর্ড করা হয়েছে একটি গোপন ক্যামেরায়।


সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১ মিনিটের ভিডিয়োতে দেখা যায় ধাওয়ান জানাচ্ছেন তাঁর জীবনে প্রেমের কথা। লাভ অ্যাট ফাস্ট সাইটের কথা। তাঁকে বেশ খুশি হয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওতে শোনা যায় ধাওয়ানকে প্রশ্ন করছেন এক ব্যক্তি।

 

আমার খারাপ সময় চলছিল। আমি সেই সময় অরোরার কাছে গিয়েছিলাম। ফার্ম হাউসে পার্টি ছিল। সেখানে ওর সঙ্গে প্রথমবার দেখা হয়। আমি প্রথমবার দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওর কথা শুনছিলাম। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা তারপর এক সঙ্গে বাড়িতে যাই। নিজের পছন্দের মানুষ যখন পেয়ে গিয়েছি তখন অপেক্ষা কীসের। এখন পুরনো জিনিস ভুলে এগিয়ে যেতে হবে।

 

তবে কাকে নিয়ে শিখর ধাওয়ান কথা বলেছেন তা জানা যায়নি। ভিডিওর অনেক অংশ কেটে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে তিনি নতুন করে প্রেমে পড়েছেন। কিছু মহলের মতে, শিখর ধাওয়ানের এই ভিডিওটা কোনও বিজ্ঞপনী প্রচার। তিনি কোনও বিজ্ঞাপনের জন্য এটা করেছেন। যদিও আসল বিষয়টা জানা যায়নি।

 

শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায় বর্তমানে একে অপরের সঙ্গে আলাদা থাকছেন। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শিখর ধাওয়ান তাঁর বিয়ে নিয়ে কাউকে দোষ দিতে চান না। ভবিষ্যতে বিয়ে করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি সেই ভিডিওতে।

 

একুশে সংবাদ.কম/সম

Link copied!