AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ষসেরা বেয়ারস্টো-স্টোকস, টি-২০তে সূর্যকুমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৯ এএম, ১৮ এপ্রিল, ২০২৩
বর্ষসেরা বেয়ারস্টো-স্টোকস, টি-২০তে সূর্যকুমার

সাদা পোশাকের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন আগেই। এবার উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব জিতলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পাশাপাশি তার সতীর্থ জনি বেয়ারস্টো ‘উইজডেন ট্রফি উইনার’ এবং টি-২০তে বর্ষসেরার খেতাবে ভূষিত হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব।

 

মূলত ২০২২ সাল জুড়ে টেস্ট ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স করেন স্টোকস। এছাড়াও টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। এ কারণেই উইজডেনের এ সম্মাননা পেয়েছেন তিনি। এতে গত চারবারের লড়াইয়ে তিনবারই বর্ষসেরা হলেন এ ইংলিশ অলরাউন্ডার।


গত বছর ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্টেই ছিলেন স্টোকস। এ সময়ে ব্যাট হাতে ৭১.৫৪ স্ট্রাইক রেটে ৮৭০ রান করেন তিনি। সাদা পোশাকে দুই সেঞ্চুরির সঙ্গে ৪টি অর্ধশতক করেন বিশ্বকাপজয়ী এ তারকা ক্রিকেটার।

 

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে জোড়া শতক হাঁকিয়ে থ্রি লায়ন্সদের জেতানো জনি বেয়ারস্টো হয়েছেন ‘উইজডেন ট্রফি উইনার’। মূলত ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া পুরস্কারটি এবারই প্রথম চালু করেছে সংস্থাটি।


এদিকে ২০২২ সালে আন্তর্জাতিক টি-২০তে দাপুটে ক্রিকেট খেলেন সূর্যকুমার। এ ফরম্যাটে ৩১ ম্যাচে ১ হাজার ১৬৪ রান করেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে কোনো ব্যাটসম্যানের এক বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। এজন্য উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এ ভারতীয় ব্যাটার।

অন্যদিকে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার বেথ মুনি।

 

একুশে সংবাদ.কম/সম 

Link copied!