AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবচেয়ে বেশি ‘গোল্ডেন স্টাম্প’ জিতলেন শান্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৪ পিএম, ৪ মে, ২০২৩
সবচেয়ে বেশি ‘গোল্ডেন স্টাম্প’ জিতলেন শান্ত

২০১৫ সালের পর থেকে ব্যাটিং ও বোলিংয়ে নতুন বাংলাদেশকে দেখা গেলেও ফিল্ডিংয়ে মলিন ছিল দলটি। তবে সম্প্রতি ফিল্ডিংয়ে অসাধারণ উন্নতি করেছে টিম টাইগার্স। এর পেছনে বড় ভূমিকা পালন করেছেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।


মূলত ম্যাকডারমট দায়িত্ব নেওয়ার পর টাইগারদের ফিল্ডিংয়ের মানসিকতা অনেকটাই বদলে গেছে, উন্নতিও হয়েছে। এমন উন্নতির পেছনে আছে মজার একটা কারণ! ভালো ফিল্ডিং করলে সেই ক্রিকেটারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন তিনি। আর সেটাই মন্ত্রের মতো কাজ করছে!

 

ভালো ফিল্ডিংয়ের পুরস্কারস্বরুপ ‍‍`গোল্ডেন স্টাম্প‍‍` নির্ধারণ করে রাখা হয়েছে ক্রিকেটারদের জন্য। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতেছেন টাইগারদের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।


সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটি নিশ্চিত করেছেন শান্ত নিজেই।

 

শান্ত বলেন, ‘আমি বেশ কয়েকবার গোল্ডেন স্টাম্প পেয়েছি, সম্ভবত সর্বোচ্চ সংখ্যকবার আমিই পেয়েছি। প্রস্তুতিতে একটি পরিবর্তন এসেছে, সবাই আগের চেয়ে বেশি পরিশ্রম করছে। কেউ যদি কোনো একটা জায়গায় একটু দুর্বল থাকে, তাহলে সে দলীয় ফিল্ডিংয়ের পর বাড়তি অনুশীলন করে যেন তার মান বাড়ে।’

 

তার মতে, এখন সবাই যার যার ভূমিকা নিয়ে খুব পরিষ্কার। কে, কখন, কোন সময়ে, কোথায় ফিল্ডিং করবে- সবাই সব জানে। আমরা কি রক্ষণাত্মক ফিল্ডিং করব নাকি আক্রমণাত্মক ফিল্ডিং করব এটা এখন সবাই জানি। আমাদের গেম সেন্সের উন্নতি হয়েছে। আমরা এখন জানি কোন ব্যাটারের জন্য কোন পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়াতে হবে।

একুশে সংবাদ.কম/সম

Shwapno
Link copied!