বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসাবে এএফসির এলিট প্যানেলে ঢুকে গেছেন সালমা আক্তার মনি। গত ২০ ফেব্রুয়ারি দেশের নারী ফুটবলের ইতিহাসে এ কৃতিত্ব গড়েন তিনি। এদিকে আরোও মাত্র আড়াই মাসের ব্যবধানে আরেকটি ইতহাস গড়ে ফেলেছেন তিনি। এই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরের ম্যাচে রেফারিং করলেন তিনি।
বুধবার কম্বোডিয়ায় সাউথইস্ট এশিয়ান গেমস নারী ফুটবলে ফিলিপাইন ও মিয়ানমারের ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সালমা। এই বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম ম্যাচটিতে আমি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। ম্যাচের পর রেফারি, সহকারী রেফারি এবং অন্যান্য অফিসিয়ালরা আমার প্রশংসা করেছেন। আমি খুব খুশি। খুব ভালো লাগছে প্রথম ম্যাচটি সঠিক ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরে। আমি দেশবাসীর দোয়া চাই যাতে আগামী ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সুনাম অর্জন করতে পারি।’
সালমার সহকারী রেফারিংয়ের এর ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়েছে মিয়ানমার। এদিকে সাউথইস্ট এশিয়ান গেমস (সি-গেমস) নারী ফুটবলের ‘এ’ গ্রুপে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :