চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই আন্দ্রে রাসেল। তাঁর ওপর টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের যতটা প্রত্যাশা, তা পূরণ করতে পারছেন না। এর মধ্যেই কিন্তু চলতি আইপিএলে একটা বড় মাইলস্টোনে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার মালিক হয়ে গেলেন আন্দ্রে রাসেল।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। দ্বাদশ ওভারে এইডেন মার্করানেম বলে নীতীশ রানা আউট হওয়ার পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। সেই ওভারে পঞ্চম বলে মার্করামকে ছক্কা হাকিয়ে ৫৯৯ তম ছক্কায় পৌঁছে যান আন্দ্রে রাসেল। পরের ওভারে ময়াঙ্ক মারকান্ডের দ্বিতীয় বলে আবার ছক্কা মারেন। আর এই ছক্কা মারার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার মালিক হয়ে যান আন্দ্রে রাসেল।
বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। তাঁর পরেই রয়েছেন কিয়েরণ পোলার্ড। ক্রিস গেইল টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০৫৬ টি ছক্কা মেরেছেন। অন্যদিকে কিয়েরণ পোলার্ড মেরেছেন ৮১২ টি ছক্কা। আন্দ্রে রাসেলের পরে ছক্কা মারার দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি মেরেছেন ৪৮৫ টি ছক্কা আর নিউজিল্যান্ডেরই কলিন মুনরো মেরেছেন ৪৮০ টি ছক্কা।
সব থেকে দ্রুততম ৬০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছেছেন আন্দ্রে রাসেল। তিনি ৪৪৬ ম্যাচে এই নজির গড়েছেন। এই ৬০০ ছক্কার মধ্যে তিনি ৬২টি ছক্কা মেরেছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে। আইপিএলে আন্দ্র রাসেল ছক্কা মেরেছেন ১৮৮টি। আইপিএলে ছক্কা মারার ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন দশম স্থানে। আর ৩৫৫টি ছক্কা মেরে শীর্ষে রয়েছেন তাঁরই স্বদেশীয় ক্রিস গেইল।
আইপিএলে ১০৮ ম্যাচে আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত ২২০১ রান। করেছেন গড় ২৯.৩৪। আইপিএলে তিনি ১৪৭ টি বাউন্ডারি ও ১৮৮ টি ওভার বাউন্ডারি মেরেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৭৫.২৩। চলতি আইপিএলে অবশ্য খুব একটা ভাল ছন্দে নেই এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১০ ম্যাচে মাত্র তিনি ১৬৬ রান করেছেন। মেরেছেন ১০টি চার ও ১৩টি ছক্কা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভাল শুরু করেও ১৫ বলে ২৪ রান করে তিনি আউট হন।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :