ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিয়ন ফুটবল ক্লাব। সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে তারা।যার ফলে ৩২ ম্যাচের মধ্যে ১৬ জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে ইংলিশ ক্লাবটি।
ম্যানচেস্টারকে হারের তেতো স্বাদ দিয়ে আলোচনায় এসেছে ব্রাইটন। এবার রেকর্ড মূল্যে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভিড়িয়ে চমক দেখাল ক্লাবটি।
চলতি মৌসুমের শেষ মূহুর্তে ব্রাজিলের উঠতি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে ৩০ মিলিয়ন পাউন্ড খরচে দলে নিয়েছে ব্রাইটন। বাংলাদেশি মুদ্রায় যা ৪০০ কোটি টাকার বেশি।
শনিবার পাঁচ বছরের চুক্তিতে ওয়াটফোর্ড থেকে পেদ্রোকে দলে ভিড়িয়েছে ব্রাইটন। অর্থাৎ ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন ২১ বছর বয়সি এ ফরোয়ার্ড।
তবে এই মৌসুমে ব্রাইটনের জার্সিতে খেলতে পারবেন না পেদ্রো। এজন্য তাকে অপেক্ষা করতে হবে আগামী মৌসুম পর্যন্ত।
পেদ্রোকে নিয়ে ব্রাইটনের টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড উইয়ার বলেন, ‘জোয়াও আমাদের লম্বা সময়ের পরিকল্পনায় ছিল। পুরো ইউরোপজুড়ে তার প্রতি অনেক আগ্রহ আছে। সে একজন প্রতিভাবান তরুণ। খুব দক্ষ, দ্রুত এবং গোলের জন্য তৃষ্ণার্ত থাকে। সে আমাদের ফরোয়ার্ড লাইনে শিগগিরই পূর্ণতা দেবে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা আছে তার।’
এর আগে ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্স থেকে ২০২০ সালের জানুয়ারিতে ওয়াটফোর্ডে যোগ দিয়েছিলেন পেদ্রো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন এ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে ৩৫ ম্যাচ খেলে ১১ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন পেদ্রো।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :