AB Bank
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রদ্রিগোর বাড়িতে ডাকাতি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৫ পিএম, ৯ মে, ২০২৩
রদ্রিগোর বাড়িতে ডাকাতি

কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ৯ বছর পর স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ফরোয়ার্ড রদ্রিগো।

 

শনিবার (৬ মে) সেভিয়ার মাঠে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম কোপা দেল রে জিতেছে কার্লো আনচেলত্তির দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পথে রয়েছে মাদ্রিদের দলটি। কোপা দেল রে জয়ের পর অবশ্য বার্নাব্যু বাহিনীকে অভিনন্দনও জানিয়েছে বার্সা।

 

ফাইনাল ম্যাচটি বেশ দাপট নিয়েই খেলেছে রিয়াল। মাঠজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। দুটি গোলেই বলের যোগান দিয়েছিলেন তিনি। আজ (৯ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে এই জয় কিছুটা চাঙা রাখবে রিয়ালকে।

 

তবে মাঠের পারফরম্যান্সে উৎফুল্ল থাকলেও, বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুটা চিন্তায় ফেলে দেবে রদ্রিগোকে। ঘরের মাঠে তিনিও আজকের ম্যাচের স্কোয়াডে রয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফাইনাল ম্যাচের সময় মাদ্রিদে রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

 

বাড়ির একজন নিরাপত্তা কর্মী পুলিশকে বিষয়টি জানান। তবে বাড়ি থেকে কী কী জিনিস খোয়া গেছে, তা জানা যায়নি। বাবা-মা’সহ সেই বাড়িতে রদ্রিগো থাকলেও ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে তাদের সবাই সেভিয়ায় অবস্থান করছিলেন। ফলে শারীরিকভাবে তাদের কোনো ক্ষতি হয়নি।

 

সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বছর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতি হয়। এ ছাড়া স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার সাবেক-বর্তমান বেশ কয়েজন খেলোয়াড়। 
একুশে সংবাদ.কম/সম 

Link copied!